সংসদের কাজে বিঘ্ন সৃষ্টি করে কিছুই অর্জন করতে পারবেন না বিরোধীরা : অনুরাগ সিং ঠাকুর

নয়াদিল্লি, ১৫ ডিসেম্বর (হি.স.) : সংসদের কাজে বাধা-বিঘ্ন সৃষ্টি করার জন্য বিরোধীদের ভূমিকার তীব্র সমালোচনা করলেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর। তাঁর মতে, সংসদের কাজে বিঘ্ন সৃষ্টি করে কিছুই অর্জন করতে পারবেন না বিরোধীরা।

শুক্রবার দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর বলেছেন, তিনটি রাজ্যে পরাজয়ের পর, আত্মদর্শনের পরিবর্তে…বিরোধীরা সংসদের কার্যক্রমে ব্যাঘাত ঘটাচ্ছে…এটা দুর্ভাগ্যজনক”

সংসদ ভবনে নিরাপত্তা বিচ্যুতি প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর বলেছেন, “আমি শুধু বলতে চাই, লোকসভার স্পিকার যদি সমস্ত রাজনৈতিক দলের নেতাদের কাছ থেকে সুপরামর্শ আমন্ত্রণ জানিয়ে থাকেন…তাহলে আমি মনে করি তাঁদের পরামর্শ দেওয়া উচিত…তাঁরা বাধা সৃষ্টি করে কিছুই অর্জন করতে পারবে না।”