বারাণসী, ১৫ ডিসেম্বর (হি.স.) : উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ শুক্রবার চৌবেপুর ওমরাহতে অবস্থিত স্বরভেদ মহামন্দির ধাম পরিদর্শন করেছেন। এখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসন্ন সফরকে কেন্দ্র করে সম্পূর্ণ প্রস্তুতি খতিয়ে দেখেন মুখ্যমন্ত্রী যোগী। তিনি মন্দির ব্যবস্থাপনা ও জেলার শীর্ষ আধিকারিকদের সঙ্গে কর্মসূচির রূপরেখার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশও দেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর দুদিনের বারাণসী সফরের শেষ দিনে ১৮ ডিসেম্বর স্বরভেদ মহামন্দির ধামের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন। এখানে মহামন্দির উদ্বোধনের পাশাপাশি জনসাধারণের সঙ্গেও মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী। এই সময়ে ২৫,০০০০ কুন্ডি স্বরভেদ জ্ঞান মহাযজ্ঞেরও আয়োজন করা হবে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মন্দিরের সঙ্গে যুক্ত তিন লক্ষ ভক্ত। স্বরভেদ মহামন্দির ধাম একটি বিশাল সাততলা আবাসন যুক্ত কক্ষ। চমৎকার পাথর মার্বেল এবং আধুনিক আলো এই মহান মন্দিরের সৌন্দর্য বৃদ্ধি করেছে।