আগরতলা, ১৫ ডিসেম্বর: বিজেপি জোট সরকার ছয় বছরে সাধারণ মানুষের জীবনযাপনে বড় ধরনের প্রতিকূল পরিস্থিতির সৃষ্টি করেছে। এরই প্রতিবাদে মাঠে নেমেছে প্রদেশ কংগ্রেস। আজ বড়দোয়ালী কেন্দ্রে প্রতি ঘরে কংগ্রেস কর্মসূচিতে অংশগ্রহণ করে একথা বলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা।
এদিন তিনি বলেন, আজ থেকে একমাস ব্যাপী প্রতি ঘরে কংগ্রেস কর্মসূচির শুভ আরম্ভ হয়েছে।
এদিন তিনি বলেন, বিজেপি জোট সরকারের ছয় বছরের শাসনকালের ব্যর্থতাকে জনসম্মুখে তুলে ধরার কর্মসূচি হাতে নিয়েছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। আজ থেকে রাজ্যে বতর্মান পরিস্থিতিকে সামনে রেখে ১৭টি বিষয়কে লিফলেটের আকারে তুলে ধরে বাড়ি বাড়ি প্রচারে বের হয়েছে প্রদেশ কংগ্রেসের বিভিন্ন শাখা সংগঠনের নেতৃত্বরা।