পঞ্জাবের লুধিয়ানায় ফার্নিচার কারখানার গুদামে আগুন

লুধিয়ানা, ১৫ ডিসেম্বর (হি.স.) : পঞ্জাবের লুধিয়ানায় একটি ফার্নিচার কারখানার গুদামে আগুন লাগে। পুলিশ অফিসার দলজিৎ সিং জানান, শুক্রবার ভোরে পঞ্জাবের লুধিয়ানার একটি আসবাবপত্রের গুদামে বিধ্বংসী আগুন লাগে।

দলজিৎ সিং আরও জানিয়েছেন, আগুন দেখে মনে করা হচ্ছে গুদামে ৫০ থেকে ৬০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনও জানা যায়নি। তিনি আরও বলেন, ঘটনাস্থলে দমকল বিভাগের গাড়ি রয়েছে। দমকল বিভাগের কর্মীরা আগুন নেভানোর জন্য জোরকদমে চেষ্টা চালাচ্ছে। যদিও এখনও পর্যন্ত আগুনে কোনও হতাহতের খবর মেলেনি।
হিন্দুস্থান সমাচার / অর্পিতা

দিল্লিতে পারদ নামল ৪.৯ ডিগ্রিতে; দূষণও কিছুটা কমল, উত্তর ভারত শীতে কাঁবু
নয়াদিল্লি, ১৫ ডিসেম্বর (হি.স.): শীতের দাপট ক্রমশই বাড়ছে রাজধানী দিল্লিতে, শুক্রবার রাজধানী দিল্লিতে আরও কিছুটা নামল তাপমাত্রার পারদ। এদিন সকালে দিল্লির সফদরজং-এ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪.৯ ডিগ্রি সেলসিয়াস, যা এখনও পর্যন্ত মরসুমের শীতলতম দিন।

জাঁকিয়ে ঠান্ডা পড়তেই দূষণও কিছুটা কমেছে রাজধানী দিল্লিতে। শুক্রবার সকালে রাজধানী দিল্লিতে বাতাসের গুনগতমান ছিল তুলনামূলক ভালো, তবুও এখনও মন্দ পর্যায়েই রয়েছে। কিছু কিছু স্থানে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স রেকর্ড করা হয়েছে ৩০০-র ঊর্ধ্বেই।
এদিকে, দিল্লি-সহ উত্তর ভারতের বিভিন্ন রাজ্য এই মুহূর্তে ঠান্ডা কাঁবু। একইসঙ্গে রয়েছে কুয়াশার দাপটও। দিল্লি ছাড়াও এদিন সকালের দিকে পঞ্জাবের অমৃতসর, উত্তর প্রদেশের বারাণসী ও প্রয়াগরাজ ছিল কুয়াশার কবলে।