নয়াদিল্লি, ১৩ ডিসেম্বর (হি.স.) : “মোদীর গ্যারান্টিই মুদ্রাস্ফীতির গ্যারান্টি” বলে বুধবার কটাক্ষ করেন কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ। তিনি বুধবার প্রয়োজনীয় জিনিসপত্রের “আকাশ ছোঁয়া দাম” নিয়ে কেন্দ্রীয় সরকারের তীব্র নিন্দা করে একথা বলেছেন। কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ অভিযোগ করেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছেন, তা নয় তাঁরা এই “ব্যর্থতা” আড়াল করতে বিভিন্ন ইস্যু উত্থাপন করে চলেছেন।
সোশ্যাল মিডিয়া এক্স-এ হিন্দিতে একটি পোস্ট করে জয়রাম রমেশ লিখেছেন, “মোদীর গ্যারান্টিই মূল্যস্ফীতির গ্যারান্টি”! আজকাল, বিজেপি প্রধানমন্ত্রীর গ্যারান্টির কথা বলছে। তাঁদের অন্যান্য গ্যারান্টি সম্পর্কে জানি না, তবে একটি গ্যারান্টি যা গত সাড়ে নয় বছরে দেশ পেয়েছে তা হল মূল্যস্ফীতির গ্যারান্টি।” তিনি অভিযোগ করে আরও বলেন যে এই সরকারের ভুল নীতির কারণে মূল্যস্ফীতি ৪৫ বছরের রেকর্ড ভেঙেছে।