নিম্ন আদালতের নির্দেশের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন জানালেন বালুর

কলকাতা, ১৩ ডিসেম্বর (হি.স.): নিম্ন আদালতের নির্দেশের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে আবেদন জানালেন রেশন দুর্নীতি মামলায় ধৃত রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালু।

এই মুহূর্তে এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন জ্যোতিপ্রিয়। মন্ত্রীর সঙ্গে চিকিৎসক ছাড়া বহিরাগতদের দেখা করায় কঠোর নিষেধাজ্ঞা রয়েছে আদালতের। বুধবার হাইকোর্টে নিম্ন আদালতের ওই নির্দেশ খারিজের আবেদন জানান মন্ত্রীর আইনজীবী।

মন্ত্রীর আইনজীবী আদালতে জানান, জেলবন্দি প্রাক্তন খাদ্যমন্ত্রীর সঙ্গে তাঁর পরিবার কিংবা আইনজীবীরা দেখা করতে পারছেন না। গত নভেম্বরে এই সংক্রান্ত একটি নির্দেশ জারি করেছিল নিম্ন আদালত। তার পর থেকেই দেখা করতে দেওয়া হচ্ছে না পরিবার বা আইনজীবীর সঙ্গে।