জামালদহ, ১১ ডিসেম্বর (হি.স.) : কোচবিহারের মেখলিগঞ্জের জামালদহ বাজারে অবস্থিত শিব মন্দিরে রবিবার গভীর রাতে চুরির ঘটনা ঘটে। জামালদহ । জানা গিয়েছে, সেখানে দরজা ভেঙে লক্ষাধিক টাকা চুরি হয়েছে। টাকাগুলি মন্দিরের দান বাক্সে রাখা ছিল। সোমবার সকালে বিষয়টি জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
মন্দির কমিটির সদস্য বিনয় রায় বীর জানান, ঐতিহ্যবাহী এই মন্দিরে প্রচুর ভক্ত সমাগম হয়। সোমবার সকালে এসে তিনি দেখতে পান মন্দিরের দরজা ভাঙা। দান বাক্স বাইরে পড়ে রয়েছে তালা ভাঙা অবস্থায়। মন্দিরের পাশেই রয়েছে জামালদহ পুলিশ ফাঁড়ি। গত দু’বছরে জামালদহে একাধিক চুরির ঘটনা সামনে এসেছে। স্থানীয়দের অভিযোগ, একটিরও কিনারা করতে পারেনি মেখলিগঞ্জ থানার পুলিশ। স্বভাবতই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। চুরির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

