সোনিপত, ১১ ডিসেম্বর (হি.স.) : সোমবার সকালে হরিয়ানার ছিচদানা গ্রামের পঞ্চায়েত প্রধানকে গুলি করে খুন করে বাইক আরোহী দুষ্কৃতীরা। পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য সরকারি হাসপাতালে পাঠিয়েছে এবং ঘটনার তদন্ত করছে।
তথ্য অনুযায়ী, সোমবার সকালে ছিছদানার পঞ্চায়েত প্রধান রাজকুমার ওরফে রাজু বাইকে করে নিজের ক্ষেতের দিকে যাচ্ছিলেন। সেই সময় বাইকে করে আসা দুস্কৃতীরা রাজুকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান পঞ্চায়েত প্রধান রাজু। ঘটনার খবর পেয়ে সোনিপাত থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শেষে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠায়। রাজকুমার খুনের পর গোটা গ্রামে আতঙ্ক ছড়িয়েছে পড়েছে। সতর্কতা হিসেবে বিপুল সংখ্যক নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।

