নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর,১১ ডিসেম্বর : ১৩ ও ১৪ ডিসেম্বর এই দুই দিনব্যাপী ইসরোর পক্ষ থেকে কৈলাসহর ঊনকোটি কলাক্ষেত্রে বিজ্ঞান নিয়ে প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হবে। এর চূড়ান্ত প্রস্তুতি পর্ব খতিয়ে দেখতে কৈলাসহর ঊনকোটি কলাক্ষেত্র পরিদর্শন করতে গেলেন কৈলাশহরের মহকুমা শাসক প্রদীপ সরকার ও কৈলাশহর পুরপরিষদের চেয়ারপারসন চপলা রানী দেবরায়,কৈলাশহর পুরপরিষদের সুপারভাইজার মনীশ দাস, কৈলাশহর পূরপরিষদের ডেপুটি ম্যাজিস্ট্রেট বিশ্বজিৎ দাস থেকে শুরু করে আরও অনেকে।
উল্লেখ, যে চলতি মাসের ১৩ ও ১৪ তারিখ এই দুই দিনব্যাপী ইসরোর পক্ষ থেকে কৈলাসহর ঊনকোটি কলাক্ষেত্রে বিজ্ঞান নিয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে । এই দুই দিনের প্রশিক্ষণে কৈলাসহর মহকুমার বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীরা এবং কৈলাসহর রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করবে। এরই সুবাদে আজ কৈলাসহর উনকোটি কলাক্ষেত্র পরিদর্শন করলেন কৈলাসহরের মহকুমা শাসক প্রদীপ সরকার সহ পদাধিকারীরা।

