দেরগাঁওয়ে পুলিশের গুলিতে হত কুখ্যাত চোর লাগান সাহানি

গোলাঘাট (অসম), ১১ ডিসেম্বর (হি.স.) : গোলাঘাট জেলার অন্তর্গত দেরগাঁওয়ে হেফাজত থেকে পালাতে গিয়ে পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে কুখ্যাত চোর লাগান সাহানির।

খবর, মোস্ট ওয়ান্টেড লাগান সাহানিকে রবিবার রাতে দেরগাঁও পুলিশ গ্রেফতার করেছিল। গ্ৰেফতারের পর রাতেই তদন্তের স্বার্থে তাকে নিয়ে নির্দিষ্ট স্থানের উদ্দেশ্যে যাচ্ছিল পুলিশ। পুলিশ যখন অভিযুক্ত সাহানিকে সঙ্গে নিয়ে তালাশি অভিযান চালাচ্ছিল, তখন সে পুলিশের ওপর হামলা করে হেফাজত থেকে পালানোর চেষ্টা করে। তাকে রুখতে পুলিশ গুলি চালায়। গুলি তার শরীরে বিদ্ধ হয়। সঙ্গে সঙ্গে তাকে নিয়ে যাওয়া হয় নিকটবর্তী হাসপাতালে। হাসপাতালে কর্তব্যরত ডাক্তার লাগানকে মৃত বলে ঘোষণা করেন।

পুলিশের জনৈক পদস্থ আধিকারিক জানান, লাগান সাহানির বিরুদ্ধে বেশ কয়েকটি ফৌজদারি অপরাধের অভিযোগ রয়েছে। এর আগে কয়েকবার তাকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছিল। কিন্তু প্রতিবারই জেল থেকে মুক্তি পেয়ে সে চুরিকার্য সংগঠিত করত। সে এলাকার বাসিন্দাদের নিদ্রাহরণ করেছিল।