টাকা ছিনতাই ও মালপত্র লুঠে যোগ, বরখাস্ত কাঞ্চনপুর থানার এস আই পূর্ণ মগ

আগরতলা, ১১ ডিসেম্বর : গত বৃহস্পতিবার জম্পুই সড়কে ব্যবসায়ীদের কাছ থেকে টাকা ছিনতাই এবং মালপত্র লুঠ করার ঘটনার সাথে জড়িত থাকার অপরাধে কাঞ্চনপুর থানার এস আই পূর্ণ মগকে বরখাস্ত করা হয়েছে। ওই ঘটনায় গোটা আরক্ষা প্রশাসনে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার সুপারি কিনে গাড়ি করে কাঞ্চনপুরের দিকে আসছিলেন তিনজন ব্যবসায়ী। তখন কাঞ্চনপুর থানার নতুনবাড়ি এলাকায় আসতেই পুলিশের পোশাক পরিধান করা দুস্কৃতিকারীরা আটক করে। তাঁদের কাছ থেকে নগদ অর্থ এবং ৩৬ বস্তা সুপারি লুঠ করে নিয়ে গিয়েছে বলে জানা যায়। প্রকাশ্যে ওই ঘটনা আসতেই কাঞ্চনপুর ছুটে গিয়েছিলেন উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী এবং ডিআইজি এল ডারলং। তাঁরা ওই ঘটনার তদন্তে নামে। তদন্তে ওই ঘটনায় কাঞ্চনপুর থানায় কর্মরত পূর্ন মগ নাম উঠে আসে। তারপরই তাকে বরখাস্ত এবং গ্ৰেপ্তার করা হয়েছে।