আমেরিকা, ১০ ডিসেম্বর(হি.স.): এক বছর আগে ক্যান্সার থেকে মুক্ত হয়েছিলেন। তিনি নিজেই জানিয়েছিলেন এই সুখবর । এক বছর বাদে রবিবার তিনি আবার জানালেন দুঃসংবাদ, ক্যানসার ফিরে এসেছে তার শরীরে। চিকিৎসকরা জানিয়েছেন তিনি ফের এই রোগে আক্রান্ত হয়েছেন।
সমাজমাধ্যম এক্স-এ ক্রিস লিখেছেন, ‘‘দেখুন সত্যি বলতে কি এই খবরটা কখনও শুনতে চাইনি আমি। কিন্তু আবার এই খারাপ খবরটা আমাকে শুনতে হল। আবারও আমার ক্যানসার ধরা পড়েছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে।’’
ক্রিস বলেছেন, ‘‘চলতি সপ্তাহে একটি পিইট সিটি স্ক্যানের মাধ্যমে আমার কোমরের নীচের অংশে যে ক্যানসারের কোষ তৈরি হয়েছিল তা অস্ত্রোপচারের মাধ্যমে সেই কোষগুলো সরিয়ে দেওয়া হয়েছে। ফের কেমোথেরাপি শুরু হয়েছে।’’

