ভারত বিশ্বে মানবাধিকার ক্ষেত্রে পথিকৃৎ : উপ-রাষ্ট্রপতি

নয়াদিল্লি, ১০ ডিসেম্বর (হি.স.): ভারত বিশ্বে মানবাধিকার ক্ষেত্রে পথিকৃৎ। জোর দিয়ে বললেন উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড়। তিনি বলেছেন, “মানবাধিকার এমন সমাজে বিকশিত হয় যেখানে আইনে সমতা ও সবার জন্য ন্যায়বিচার সহজলভ্য।”

বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে রবিবার নতুন দিল্লির ভারত মণ্ডপমে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানে উপ-রাষ্ট্রপতি বলেছেন, “কেউ আইনের ঊর্ধ্বে নয় এবং আইনই সর্বদা ঊর্ধ্বে, যা দেশের নতুন আদর্শ।”
উপ-রাষ্ট্রপতি যোগ করেছেন, এটি একটি দৃষ্টান্তমূলক পরিবর্তন যা দেশে মানবাধিকার প্রচারের একটি অবিচ্ছেদ্য দিক। উপ-রাষ্ট্রপতি বলেন, স্বচ্ছতা এবং জবাবদিহিমূলক শাসন বর্তমান ব্যবস্থায় একটি নতুন আদর্শ এবং এটি মানবাধিকারের ক্ষেত্রে গেম-চেঞ্জার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *