নিজস্ব প্রতিনিধি, জোলাইবাড়ি, ১০ ডিসেম্বর : ফরেস্ট রেঞ্জ এলাকার এক জঙ্গল থেকে উদ্ধার হয়েছে এক ব্যক্তির মৃতদেহ। ঘটনার বিবরনে জানা যায়, রবিবার বিকেলবেলায় জোলাইবাড়ী ফাঁড়ী থানায় খবর যায় জোলাইবাড়ী সামাজিক স্বাস্থ্যকেন্দ্রে এক ব্যক্তির মৃতদেহ নিয়ে আসা হয়েছে।
ঘটনার খবর পেয়ে জোলাইবাড়ী সামাজিক স্বাস্থ্যকেন্দ্রে ছুটে যায় জোলাইবাড়ী ফাঁড়ী থানার পুলিশ। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিবারের লোকজনদের কাছ থেকে জানতে পারে মৃতব্যক্তি উত্তর জোলাইবাড়ীর কাকুলিয়ার বাসিন্দা তরন নমঃ (৫৮) আজ সকালে লাকড়ী সংগ্রহ করতে তিনি জঙ্গলে গেছিলেন। সেখানে লাকড়ী সংগ্রহ করতে গিয়ে গাছ থেকে পড়ে গিয়ে তরন নমঃ মৃত্যুর মুখে ডলে পরেন বলে সন্দেহ করছে সকলে। তবে মৃতদেহ ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।
আগামীকাল মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হবে। তরন নমঃ এর মৃত্যুর সঠিক কারন জানতে তদন্তে নেমেছে পুলিশ।

