জাঞ্জগির, ১০ ডিসেম্বর (হি.স.) : ছত্তিশগড়ের জাঞ্জগির-চাম্পা জেলায় রবিবার বিয়ে করে ফেরার পথে নব দম্পতিসহ ৫ জনের মৃত্যু হয়েছে। একটি ট্রাকের সঙ্গে একটি গাড়ির সংঘর্ষে এই দুর্ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে এই তথ্য জানা গিয়েছে। রবিবার একজন পুলিশ আধিকারিক জানিয়েছেন, শিবরিনারায়ণ শহরে দম্পতির বিয়ের পরে তাঁরা বাড়ি ফিরছিলেন রাস্তায় মুলমুলা থানার অন্তর্গত পাকরিয়া ঝুলন গ্রামের কাছে রবিবার ভোরবেলায় দুর্ঘটনাটি ঘটে। তাতে গাড়িতে থাকা পাঁচজনেরই মৃত্যু হয়।
পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী জানা গিয়েছে, জেলার বালোদা গ্রামের বাসিন্দা শুভম সোনি শনিবার রাতে শিবরিনারায়ণের বাসিন্দা এক মহিলার সঙ্গে বিবাহ করেন। পুলিশ আধিকারিক জানিয়েছেন, বিয়ের পর বর নববধূসহ তাঁর পরিবারের অন্য তিন সদস্যকে নিয়ে গাড়িতে করে বালোদায় ফিরছিলেন। আচমকাই বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে গাড়িটির মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলেই নববধূসহ গাড়ির চার আরোহীর মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় বরকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। বরের বাবা ওমপ্রকাশ সোনি গাড়ি চালাচ্ছিলেন। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। পুলিশ জানিয়েছে, পলাতক ট্রাক চালককে খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে পুলিশ।