দেহরাদূন, ৯ ডিসেম্বর (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির নেতৃত্বে অভূতপূর্ব প্রগতি করেছে উত্তরাখন্ড। জোর দিয়ে বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার উত্তরাখন্ড গ্লোবাল ইনভেস্টরস সম্মেলন ২০২৩-এর সমাপনী অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, “প্রধানমন্ত্রী মোদী এবং মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির নেতৃত্বে উত্তরাখন্ড এখনও পর্যন্ত বেশিরভাগ অগ্রগতি করেছে। ৬ বছরে ৩০টিরও বেশি নীতি চালু করে উত্তরাখণ্ড নিজেই একটি নীতি-চালিত রাজ্যের সম্মান অর্জন করেছে।”
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আরও বলেছেন, “আমি পুষ্কর ধামিকে টার্গেট সম্পর্কে জিজ্ঞাসা করেছি এবং তিনি বলেছেন ২ লক্ষ কোটি টাকা। কিন্তু আজ ৩.৫ লক্ষ কোটি টাকার সমঝোতা স্মারক সমাপ্ত হয়েছে৷ আমি এর জন্য রাজ্যের প্রশাসনকে অভিনন্দন জানাতে চাই…এখন উত্তরাখন্ড সারা বিশ্বে একটি শক্তিশালী উদাহরণ হয়ে উঠবে যে এই রাজ্য প্রাকৃতিক সৌন্দর্যের সাথে আপস না করে এবং পরিবেশ-বান্ধব উপায় অনুসরণ করে নিজেকে বাণিজ্যের সাথে যুক্ত করতে পারে।”