নিজস্ব প্রতিনিধি, কমলপুর, ৯ ডিসেম্বর : ওষুধ ব্যবসার সঙ্গে যুক্তদের সুবিধার্থে ত্রিপুরা ক্যামিষ্ট এন্ড ড্রাগিষ্ট অ্যাসোসিয়েশন কমলপুর মহকুমা কমিটির পক্ষ থেকে শনিবার কমলপুর নজরুল ভবনে গুড ডকুমন্টেশন প্র্যাক্টিসেস ইন মেডিসিন শপ’ র উপর এক কর্মশালার আয়োজন করা হয়।
চারা গাছে জল দিয়ে উক্ত অনুষ্ঠানের শুভ সূচনা করেন রাজ্যের ডেপুটি ড্রাগ কন্ট্রোলার শ্রীমতি কাঞ্চন সিনহা।
এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড্রাগ কন্ট্রোল ডিপার্টমেন্ট ‘র ইনিসপেক্টিং অফিসার গৌতম ত্রিপুরা,ডক্টর মৃনাল কান্তি সরকার। শ্রী সরকার প্রজেক্টরের মাধ্যমে দেখান কিভাবে ঔষধের দোকানে নিয়ম মেনে আইন কে মাথায় রেখে ব্যবসা করা।ত্রিপুরা কেমিস্ট এন্ড ড্রাগিস্ট’রএসো ‘র কমলপুর মহকুমা কমিটির সম্পাদক শ্যামল শর্মা, সভাপতি রাজীব নাগ সহ অন্যান্যরা।