BRAKING NEWS

সম্মেলনের মাধ্যমে সিএফটিইউআইহ এর রাজ্য কমিটি গঠন হল আজ 

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ ডিসেম্বর: 

আজ এক সম্মেলনের মধ্য দিয়ে সিএফটিইউআই রাজ্য কমিটি গঠন করা হয়। এদিন নতুন কমিটি গঠনের পর বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আগরতলা প্রেসক্লাবে এই বৈঠকের আয়োজন করা হয় এদিন। এদিনের এই বৈঠকে উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ অজয় বিশ্বাস। 

তিনি সাংবাদিক সম্মেলনে বলেন, গৃহ পরিচারিকা বিভিন্নভাবে বঞ্চনার শিকার হচ্ছে। তাদের কোন কমিটি নেই। তাই তাদের মধ্যে যারা ষাট উর্ধ্ব রয়েছেন তাদের জন্য ৩ হাজার টাকা করে পেনশনের ব্যবস্থা করা এবং তাদের চিকিৎসার খরচ বহন করা,  পাশাপাশি মাতৃকালীন সময়ে তাদের জন্য চিকিৎসার খরচ বহন করা সহ বিভিন্ন দাবি সনদ তৈরি করেছে কমিটি।  এই দাবিগুলি পূরনের জন্য খুব শীঘ্রই সরকারের নিকট দাবিগুলো পেশ করা হবে বলে জানিয়েছেন তিনি। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *