নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ৯ ডিসেম্বর : সামাজিক দায়িত্ববোধের অঙ্গ হিসেবে ঊনকোটি জেলার কৈলাসহরে সিপিআইএমের উদ্যোগে শনিবার এক মহতি রক্তদান শিবির অনুষ্ঠিত হয়েছে।
কৈলাসহরে ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটি অফিস কার্যালয়ে সিপিআইএম কৈলাসহর মহকুমা কমিটির উদ্যোগে দলের অন্যতম নেতা বৈদ্যনাথ মজুমদারের জন্ম শতবর্ষ উপলক্ষে এদিন স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। এদিনের এই শিবিরের উদ্ভোধন করেছেন কামিনী সিংহ ।
এই স্বেচ্ছায় রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা কমিটির সম্পাদক কৃষ্ণেন্দু চৌধুরী, কৈলাশহর মহকুমা কমিটির সম্পাদক বিশ্বরূপ গোস্বামী , দলের অন্যতম নেতা কান্তি লাল দে ,অঞ্জন রায়, সজল দেব ,বিশু দাস প্রমূখ। দলের২৭ জন পুরুষ ও মহিলা স্বেচ্ছায় রক্তদান করেন । এই স্বেচ্ছায় রক্তদানকে ঘিরে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায় দলীয় কর্মী সমর্থকদের মধ্যে।