দিল্লির বাতাসের গুণমান ‘অস্বাস্থ্যকরই’, আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই রাজধানীতে

নয়াদিল্লি, ৯ ডিসেম্বর (হি.স.): রাজধানী দিল্লির বাতাসের গুণগতমান রয়েছে অস্বাস্থ্যকরই। শনিবার সকালেও দিল্লির বিভিন্ন এলাকায় বাতাসের গুণগতমান থাকল অস্বাস্থ্যকর পর্যায়েই। দিল্লির বিভিন্ন এলাকায় এদিন সকালেও এয়ার কোয়ালিটি ইন্ডেক্স রেকর্ড করা হয়েছে ৩০০ থেকে ৪০০-র মধ্যে। ভারতজুড়ে শীর্ষ ১০টি সবচেয়ে দূষিত শহরের তালিকায় দিল্লি এদিন তৃতীয় স্থান অর্জন করেছে।

জাতীয় রাজধানীর বেশ কিছু এলাকায় এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ৩০০-এর বেশি দেখা গিয়েছে এদিনও। শনিবার সকালের দিকে ঘন কুয়াশার চাদরে ঢাকা ছিল দিল্লি, দূষণের কারণে অস্বস্তি বোধ করেছেন দিল্লিবাসী। সকালের দিকে বাতাসের গুণগতমান সবচেয়ে খারাপ ছিল জাহাঙ্গীরপুরীতে, সেখানে বাতাসের গুণগতমান ছিল ৩৩৪, আর সবচেয়ে ভালো বাতাস ছিল আয়া নগরে, সেখানে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স রেকর্ড করা হয়েছে ১৭৬। ভারতীয় আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কিছু দিনের মধ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই দিল্লিতে। ফলে দূষণ যে আপাতত কাটবে না তা বলাইবাহুল্য।