ত্রিপুরায় গ্রুপ-সি পদে ১১৯৯ জন পাচ্ছেন অফার, ১৬ ডিসেম্বর অনুষ্ঠান

আগরতলা, ৯ ডিসেম্বর : গ্রুপ-সি পদে নিয়োগে অফার বিলির আরও একটি উদ্যোগ নিয়েছে ত্রিপুরা সরকার। আগামী ১৬ ডিসেম্বর জেআরবিটি যোগ্যতা সম্পন্ন ১১৯৯ জনের হাতে অফার তুলে দেওয়া হবে। ওইদিন দুপুর ১২টায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে মুখ্যমন্ত্রী যোগ্য প্রার্থীদের হাতে অফার তুলে দেবেন। 

এ-বিষয়ে গতকাল সচিবালয়ে বিভিন্ন দফতরের প্রধান ও সচিবদের সমন্বয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে গ্রুপ-সি পদে জেআরবিটি যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের হাতে অফার তুলে দেওয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সূত্রের খবর, গ্রুপ-সি পদে ১১৯৯ জনের হাতে অফার তুলে দেওয়া হবে। তাঁদের মধ্যে সাধারণ শ্রেণীর ৭১৩ জন, তপশীলি জাতির ১৯৪ জন এবং তপশীলি জনজাতি শ্রেণীর ২৯২ জনকে অফার দেওয়া হবে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *