আগরতলা, ৭ ডিসেম্বর: ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে আজ সকাল থেকে মুষলধারে না হলেও দিনভর বৃষ্টিতে জনজীবনে ব্যাপক প্রভাব পড়েছে। পূর্বাভাস অনুযায়ী এই বৃষ্টিপাত আগামীকালও থাকবে। উত্তর ত্রিপুরা জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দফতর থেকে সতর্কতা জারি করা হয়েছে।
প্রসঙ্গত, মিগজাউমের প্রভাব অন্ধ্রপ্রদেশের তুলনায় তামিলনাড়ুতেই বেশি পড়েছে। জলমগ্ন শহরের বহু এলাকা। ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে বিপযর্স্ত হয়ে পড়েছে তামিলনাড়ু। চেন্নাই ছাড়াও তামিলনাড়ুর অন্যত্র প্রবল বৃষ্টিতে বিপযর্স্ত। ইতিমধ্যে চেন্নাইয়ে আট জনের মৃত্যু হয়েছে। বিভিন্ন এলাকার বাড়ির ভিতরেও জল ঢুকে গিয়েছে। ওই ঘূর্নিঝড়ের প্রভাব ত্রিপুরায়ও পড়েছে। আজ সকাল থেকে সারা রাজ্যে দিনভর বৃষ্টিতে জনজীবনে ব্যাপক প্রভাব পড়েছে।
আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২১.৮ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৯.২ ডিগ্রি সেলসিয়াস বলে আবহাওয়া দফতর জানিয়েছে। আজ বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত ৩২.৮ এমএম বৃষ্টিপাতের পরিমাণ রেকর্ড করা হয়েছে। আগামীকাল সর্বোচ্চ ২৫ ডিগ্রি এবং সর্বনিম্ন ১৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে বলে অনুমান করা হচ্ছে। আগামীকাল ত্রিপুরায় অধিকাংশ জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।