ধর্মনগর , ৭ ডিসেম্বর :একাধিক দাবি আদায়ের লক্ষে ধর্মনগরের নেতাজী মূর্তির পাদদেশে আমরা বাঙালির চার ঘন্টার গণ অবস্থান সংঘটিত হয়েছে। আজ সকাল ১১: ০০ টা চার ঘণ্টার গণ অবস্থান সংগঠিত হয়েছে। এই গণঅবস্থানে আমরা বাঙালির পক্ষ থেকে উপস্থিত ছিলেন রাজ্য সম্পাদক গৌরাঙ্গ রুদ্রপাল, রাজ্য কমিটির সদস্য বিদ্যুৎ দেবনাথ সহ অন্যান্য মহকুমার সদস্যরা।
রাজ্য কমিটির সম্পাদক গৌরাঙ্গ রুদ্রপাল বলেন, ২০২৫ থেকে যে নতুন শিক্ষা নীতি চালু হচ্ছে তাতে ইংরেজি এবং হিন্দি ভাষার পাশাপাশি ছাত্র-ছাত্রীদের যেকোনো একটি ধ্রুপদী ভাষাকে নেওয়ার অগ্রাধিকার প্রদান করা হয়েছে। ছয়টি ধ্রুপদী ভাষার মধ্যে বাংলা ভাষার স্থান নেই। বাংলা ভাষা, ভারতের সংবিধান স্বীকৃত ভাষা গুলির মধ্যে একটি গুরুত্বপূর্ণ ভাষা। ভারতবর্ষে তথা পৃথিবীর প্রাচীন ভাষাগুলোর মধ্যে বাংলা ভাষা থাকলেও এই ধ্রুপদী ভাষাগুলোর মধ্যে বাংলা ভাষাকে স্থান দেওয়া হয়নি। যে ভাষা দেশে এবং সারা পৃথিবীতে সমাদৃত সেই ভাষাকে উপেক্ষা করা হচ্ছে ইচ্ছাকৃতভাবে। ভারতের জাতীয় সংগীত এবং পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের জাতীয় সংগীত যে ভাষার উপর কবিগুরু রবীন্দ্রনাথ রচনা করেছিলেন সেই ভাষাকে উপেক্ষা বাঙ্গালীরা কোনোমতেই মেনে নেবে না।
এদিন তিনি আরও বলেন, বাংলা ভাষায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পেয়েছিলেন এখন ইচ্ছাকৃতভাবে বাংলা ভাষাকে উপেক্ষা করার যে পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে তার বিরোধিতায় রাজ্য জুড়ে অমরা বাঙালি গণঅবস্থানে সামিল হয়েছে। প্রয়োজনে ওপার বাংলায় যেমন করে ভাষা আন্দোলন হয়েছিল, তাছাড়া আসামের বরাক উপত্যকায় ভাষা আন্দোলন হয়েছিল বাংলা ভাষার রক্ষার্থে পুনরায় এমন করে আন্দোলন গড়ে তোলা হবে।