নয়াদিল্লি, ৭ ডিসেম্বর (হি.স.): কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চে তারকাদের সঙ্গে পা মিলিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর এই নাচ নিয়ে কটাক্ষ করেন কেন্দ্রীয় পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিং। মন্ত্রীর এই বিতর্কিত মন্তব্যের জেরে বৃহস্পতিবার সরব হল তৃণমূল কংগ্রেস। এদিন সংসদ চত্বরে গান্ধিমূর্তির পাদদেশে ধর্না ও বিক্ষোভ প্রদর্শন তৃণমূল কংগ্রেসের মহিলা সাংসদরা। গিরিরাজ সিংয়ের মন্তব্যের প্রতিবাদে সংসদ চত্বরে গান্ধীমূর্তির পাদদেশে বিক্ষোভ দেখান মহুয়া মৈত্র, শতাব্দী রায়, মৌসম বেনজির নূর, মালা রায়, প্রতিমা মণ্ডল প্রমুখ।
বুধবার কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিংকে বিরোধী ‘আইএনডিআই’ জোটের বৈঠক নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আজকাল মমতা বন্দ্যোপাধ্যায় মনে হয় অন্য গ্রহে বাস করছেন। গোটা বাংলা দুর্নীতিতে ডুবে। গরিবের অধিকার ছিনিয়ে নিয়ে দুর্নীতি হচ্ছে। আর উনি ফিল্ম ফেস্টিভ্যালে ঠুমকা লাগাচ্ছেন। এটা দুর্ভাগ্যজনক। যে রাজ্যে গরিবদের লুঠ করা হচ্ছে, দুর্নীতিতে ভরে গিয়েছে, সেই রাজ্যের মুখ্যমন্ত্রী উৎসব করছেন।’ তাঁর এই ‘ঠুমকা’ মন্তব্য ঘিরে বিতর্ক শুরু হয়। গিরিরাজ সিংকে কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে বহিষ্কারের দাবি জানান তৃণমূল কংগ্রেসের মহিলা সাংসদরা। তাঁকে ক্ষমা চাইতেও বলেন।