তদন্তে গাফিলতির অভিযোগে বিশালগড়ে ৮ জন পুলিশের অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন, বেতন বন্ধের নির্দেশ পুলিশ সুপারের 

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ৭ ডিসেম্বর: পুলিশের বিরুদ্ধে বিভিন্ন মামলার তদন্তে গাফিলতির অভিযোগ দীর্ঘদিনের। বিরোধী দলের পাশাপাশি শাসক দলের তরফ থেকেও এ ধরনের গুরুতর অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে রীতিমতো তিতিবিরক্ত পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। এ ধরনের অভিযোগের প্রামাণ্য তথ্য পেলে অভিযুক্ত পুলিশ অফিসারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেওয়া হয়েছে।

 ইতিমধ্যেই  বিশালগড় মহকুমায় পুলিশ প্রশাসনের চরম গাফিলতিতে আইনশৃঙ্খলা প্রতিদিন প্রশ্নের মুখে। এ অবস্থায় ৮ পুলিশ অফিসারের বিরুদ্ধে নেওয়া হল কঠোর পদক্ষেপ। নির্দেশ দেওয়া হয় তাদের বেতন আটকে দেওয়ার জন্য। এর নির্দেশ জারি করেছেন জেলা পুলিশ সুপার বি জে রেড্ডি।

 এই  পুলিশ অফিসাররা হলেন মৃদুল মজুমদার, রাকেশ দেবনাথ, অসিৎ ভট্টাচার্যী, বিষ্ণুপদ ঘোষ, পার্থ সাহা, প্রদীপ নাট্য, জহরলাল দেববর্মা, অরুণ দেববর্মা। তারা সকলে সাবন্সপেক্টর এবং এসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর পদে কর্মরত। তারা তিনটি মামলা তদন্তের ক্ষেত্রে গাফিলতি করেছেন। 

যার পরিনামে জেলা পুলিশ সুপারের এই নির্দেশিকা জারি করতে হয়েছে। শুধু বিশালগড়েই নয়, অন্যান্যস্থানেও এ ধরনের দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *