আগরতলা,৭ ডিসেম্বর: ত্রিপুরায় ৪০ কোটি টাকা ব্যয়ে তৈরি হবে সাইন্স সিটি। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিককে আজ এক চিঠি মাধ্যমে একথা জানিয়েছেন সংস্কৃতি, পর্যটন এবং উত্তর পূর্বাঞ্চলের বিকাশ মন্ত্রী জি কিষাণ রেড্ডি।
তিনি চিঠিতে আরও জানিয়েছেন, সংস্কৃতি এবং বিজ্ঞান চর্চার জন্য এক বিশেষ প্রকল্পের মধ্য দিয়ে রাজ্যে তৈরি হবে সাইন্স সিটি। কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে ৪০ কোটি টাকা ব্যয়ে তৈরি হবে এটি।
তিনি আশাবাদী এর ফলে ত্রিপুরার ঐতিহ্যবাহী কৃষ্টি, সংস্কৃতি এবং বিজ্ঞান চর্চা উন্নয়নের এক নতুন দিগন্ত উন্মোচিত হবে।