ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৭ ডিসেম্বর।। জয় দিয়ে দারুন সূচনা গোমতী জেলা দলের। অনূর্ধ্ব ১৭ মেয়েদের ফুটবল টুর্নামেন্টে উদ্বোধনী ম্যাচে গোমতী জেলা দল টাই ব্রেকারে পেনাল্টি শুট আউটে ৩-১ গোলের ব্যবধানে সিপাহীজলা জেলা দলকে হারিয়ে পরবর্তী রাউন্ডে উন্নীত হয়েছে। নির্ধারিত সময়ের খেলা অমীমাংসিত অবস্থায় শেষ হলে, ম্যাচ টাইব্রেকারে পেনাল্টি শুট আউট-এর দিকে গড়ায়। রাজ্যভিত্তিক স্কুল ক্রীড়ার অঙ্গ হিসেবে অনূর্ধ্ব ১৭ মেয়েদের ফুটবল টুর্নামেন্ট দক্ষিণ জেলার বিলোনিয়া ওল্ড টাউন হল গ্রাউন্ডে আজ, বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে। প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সভাধিপতি শ্রীমতি কাকলি দাস দত্ত। অনুষ্ঠানে বিশেষ ও সম্মানিত অতিথি হিসেবে অন্যান্যদের মধ্যে বিধায়ক স্বপ্না মজুমদার, যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের অধিকর্তা সত্যব্রত নাথ প্রমূখ উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠান শুরুতে স্বাগত ভাষণ রাখেন দপ্তরের সহ অধিকর্তা মিহির শীল। সংশ্লিষ্ট সকলকে তিনি ধন্যবাদও জানান।
2023-12-07

