নিজস্ব প্রতিনিধি, কাঞ্চনপুর, ৭ নভেম্বর: কাঞ্চনপুরে প্রায় চারশ অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ডিমের অভাবে পুষ্টি প্রকল্প বন্ধের পথে বলে অভিযোগ মিলেছে। এডিসি খুমলুং প্রশাসনের সিদ্ধান্তহীনতার কারনে গত ছয় মাস ধরে কাঞ্চনপুর আইসিডিএস প্রজেক্টের আওতাধীন দশদা সিডিপিও দপ্তরের অধিনস্ত ৩৮৫ টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ডিম সরবরাহ বন্ধ থাকায় পুষ্টি প্রকল্প পুরোপুরি ভেঙ্গে পড়েছে বলে অভিযোগ।
গত ছয় মাস ধরে কাঞ্চনপুর আইসিডিএস প্রকল্পের তেরোটি সেক্টরেই ডিম সরবরাহ বন্ধের কারনে শিশু প্রসুতি মা দের পুষ্টি প্রকল্প বন্ধ রয়েছে। কিন্তু এডিসির সমাজশিক্ষা এবং সমাজ কল্যান দপ্তর রহস্যজনকভাবে নিরব দর্শকের ভূমিকা পালন করছে বলে অভিযোগ স্থানীয়দের।
উল্লেখ্য কাঞ্চনপুর আইসিডিএস প্রজেক্টের দশদা সিডিপিও দপ্তরটি এডিসির সমাজ কল্যান এবং সমাজ শিক্ষা দপ্তরের আওতাধীন। এই প্রজেক্টে দশদা এবং জম্পুই সিডিপিওর অধিনস্ত সব কয়টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে ডিম সরবরাহ বন্ধ থাকায় পুষ্টি প্রকল্প মুখ থুবড়ে পড়েছে। দশদা প্রকল্পে ৩৮৫টি এবং জম্পুই প্রকল্পে ৬১ অঙ্গনাওয়াড়ি কেন্দ্রের মধ্যে অধিকাংশই উপজাতি অধ্যুষিত এলাকাগুলিতেই চলছে।
গত ছয় মাস থেকে ঐ সব এলাকার অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে ডিম সোয়াবিন সরবরাহ বন্ধ অজ্ঞাত কারনে। জানা গেছে সম্পূর্ণ অবৈজ্ঞানিকভাবে ডিম এবং সোয়াবিন কেনার জন্য এডিসির হেড কোয়ার্টার খুমলুংয়ে দরপত্রের মাধ্যমে সরবরাহকারি নিযুক্ত করা হয়।
গত বৎসর খুমলুংয়ে দরপত্র ডেকে যে সরবরাহকারি সংস্থাকে ডিম সরবরাহের জন্য ওয়ার্ক অর্ডার দেওয়া হয়েছে ঐ সংস্থা তিন মাস ডিম সরবরাহ দিয়ে তা বন্ধ করে দেয়। কিন্তু এডিসির খুমলুং প্রশাসন ঐ সংস্থার বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয় নি। এমনকি স্থানীয় ভাবে সিডিপিওকে ডিম কেনার জন্য ফান্ড দিচ্ছে না।
এডিসি প্রশাসনের সমাজ শিক্ষা এবং সমাজ কল্যান দপ্তরের তুঘলকি কাজের কারণে মুখ থুবড়ে পড়েছে কাঞ্চনপুর আইসিডিএস প্রজেক্টের পুষ্টি প্রকল্প। এদিকে দেখা যাচ্ছে দরপত্র অনুযায়ী সমাজ শিক্ষা এবং সমাজ কল্যান দপ্তরের প্রিন্সিপাল অফিসার সুধন দেবর্বমা অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে ডিম এবং সোয়াবিন সরবরাহের জন্য একটি সংস্থাকে ওয়ার্ক অর্ডার দেয়।
কিন্তু গত ছয় মাস তারা ডিম এবং সোয়াবিন সরবরাহ করতে পারে নি। তার পরও ঐ সংস্থাকে কেন কালো তালিকা ভুক্ত করা হয় নি তা নিয়ে প্রশ্ন উঠেছে। ডিম সরবরাহ বন্ধের কারণে কাঞ্চনপুর প্রজেক্টের সব কয়টি অঙ্গনাওয়াড়ি কেন্দ্রে পুষ্টি প্রকল্প লাঠে উঠেছে।

