নয়াদিল্লি, ৭ ডিসেম্বর (হি.স.): রাজস্থান, মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়-এই ৩ রাজ্যের বিধানসভা নির্বাচনে জয়ের পর বৃহস্পতিবার সকালে বৈঠকে বসল বিজেপির সংসদীয় দল। অমিত শাহ, পীযূষ গোয়েল, প্রহ্লাদ জোশী, অশ্বিনী বৈষ্ণব, অনুরাগ সিং ঠাকুর প্রমুখ কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি সাংসদরা সংসদীয় দলের বৈঠকে যোগ দেন। ৩ রাজ্যের ভোটে বিজেপির জয়ের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিবাদন জানানো হয়। সংসদীয় দলের বৈঠকে যোগ দেওয়ার শুরুতে করতালি দিয়ে প্রধানমন্ত্রী মোদীকে স্বাগত জানান দলীয় সাংসদরা। “মোদীজি কা স্বাগত হ্যায়” স্লোগান দিয়ে প্রধানমন্ত্রী মোদীকে স্বাগত জানান দলীয় সাংসদরা। ওঠে ভারত মাতা কি জয় ধ্বনিও। উত্তরীয় ও মালা পরিয়ে প্রধানমন্ত্রী মোদীকে অভিবাদন জানান বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা।
সংসদীয় দলের বৈঠকে প্রধানমন্ত্রী মোদী দলীয় সাংসদ ও সহকর্মীদের উদ্দেশ্যে বলেন, “আমাকে ‘মোদীজি’ বানিয়ে জনগণের থেকে দূরে রাখবেন না। আমি মোদী।” ৩টি রাজ্যে বিজেপির জয় প্রসঙ্গে প্রধানমন্ত্রী এদিন বলেন, দলের সমস্ত কর্মীদের কঠোর পরিশ্রমের ফলেই বিজেপি ৩টি রাজ্যে বিশাল জয় অর্জন করেছে। প্রধানমন্ত্রী সবার কাজের প্রশংসা করেন। তিনি আরও বলেন, সমস্ত বিজেপি সাংসদ এবং মন্ত্রীদের ২২ ডিসেম্বর থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত বিকশিত ভারত সংকল্প যাত্রায় অংশ নিতে হবে।” বিজেপির সংসদীয় দলের বৈঠকে কী কী আলোচনা হয়েছে, তা এদিন বৈঠকের পর জানান সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী। তিনি বলেন, “বিজেপির সংসদীয় দলের বৈঠকের সময়, প্রধানমন্ত্রী মোদী বলেছেন, চারটি জাতি রয়েছে – মহিলা, যুবক, দরিদ্র এবং কৃষক – এবং আমাদের নিশ্চিত করতে হবে যে তাঁদের সঙ্গে ন্যায়বিচার করা হচ্ছে।”