আগরতলা, ৬ ডিসেম্বর : সম্প্রতি চুরিকাণ্ডে ধৃত চোরদের জিজ্ঞাসাবাদে পর অভিযানে নেমে ফের সাফল্য পেল আগরতলা পূর্ব থানার পুলিশ। প্রায় ৫ লক্ষ টাকা মূল্যের স্বর্ণালঙ্কার সহ চোর পুলিশের জালে ধরা পড়েছে।
সদর মহকুমা পুলিশ আধিকারিক দেবপ্রসাদ রায় জানিয়েছেন, গত কিছুদিন আগে অভিযানে নেমে বিভিন্ন চুরি সামগ্রী সহ ৭ জন চোরকে আটক করতে সক্ষম হয়েছিল পূর্ব আগরতলা থানার পুলিশ। পরবর্তী সময়ে অভিযুক্তদের পুলিশ রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ চালানো হয়েছিল। পুলিশী তদন্তে ঝন্টু মিঞা নামে আরও একজনের নাম উঠে আসে। জানা গেছে ঝন্টু মিঞা বিভিন্ন চুরি কাণ্ডে যুক্ত আছেন। সেই অনুযায়ী গতকাল রাতে অভিযান চালিয়ে আড়ালিয়া এলাকা থেকে ঝন্টু মিঞাকে জালে তুলতে সক্ষম হয়েছে পুলিশ।
তিনি আরও জানিয়েছেন, তার কাছ থেকে প্রায় ৫ লক্ষ টাকার স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়েছে। আগামীদিনেও পুলিশের এধরনের অভিযান জারি থাকবে বলে জানিয়েছেন এসডিপিও দেবপ্রসাদ রায়।