বিরোধীরা দেশের সংস্কৃতি ও পরিচয় মুছে ফেলার ষড়যন্ত্র করছে : অনুরাগ সিং ঠাকুর

নয়াদিল্লি, ৬ ডিসেম্বর (হি.স.): কংগ্রেস-সহ বিরোধীদের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা অনুরাগ সিং ঠাকুর। বুধবার সকালে দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেছেন, বিরোধীরা আমাদের দেশের সংস্কৃতি ও পরিচয় মুছে ফেলার ষড়যন্ত্র করছে। কংগ্রেসের ভূমিকার সমালোচনা করে অনুরাগ সিং ঠাকুর বলেছেন, “পরাজয়ের পরে তাঁরা (কংগ্রেস) অবমাননাকর কথা বলছে এবং তাঁদের চিন্তাভাবনা এখন খুব পরিষ্কার…তাঁরা ইভিএমকে অপবাদ দিচ্ছে…তাঁরা আমাদের দেশের সংস্কৃতি এবং পরিচয় মুছে ফেলার ষড়যন্ত্র করছে।”

অনুরাগ সিং ঠাকুর আরও বলেছেন, “কিছু মানুষ ‘টুকড়ে-টুকড়ে’ গ্যাংয়ের পাশে দাঁড়িয়েছে, কিন্তু আমরা এই দেশকে বিভক্ত হতে দেব না… তাঁদের চিন্তা হিন্দুত্ব ও সনাতন ধর্মকে অপমান করা। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী একটি বিবৃতি দিয়েছেন যে ‘তেলেঙ্গানার ডিএনএ বিহারের ডিএনএ-র চেয়ে ভালো’। সনাতন ধর্মের বিরুদ্ধে ডিএমকে নেতাদের বক্তব্য, হিন্দু এবং হিন্দিভাষী মানুষের বিরুদ্ধে একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র।”

অনুরাগ সিং ঠাকুর আরও বলেছেন, “একদিকে যেখানে প্রধানমন্ত্রী মোদী ‘বসুধৈব কুটুম্বকম’-এর বার্তা বিশ্বে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন এবং ‘সবকা সাথ, সবকা বিকাশ’-এর মূলমন্ত্র নিয়ে সরকার চালাচ্ছেন, অন্যদিকে বিরোধীরা অশালীন ভাষা ব্যবহার শুরু করেছেন। রাজস্থান, মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়ের বিধানসভা নির্বাচনে নিজেদের পরাজয়ের জন্য ইভিএমকে দায়ী করছেন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *