সমাজ থেকে অসাম্যতা ও অস্পৃশ্যতা দূর, পিছিয়ে পড়া মানুষদের কল্যাণ, মৃত্যুবার্ষিকীতে ডা. বি আর আম্বেদকরকে স্মরণ প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ৬ ডিসেম্বর: সমাজ থেকে অসাম্যতা, অস্পৃশ্যতা এবং তপশিলী জাতি থেকে পছিয়ে পড়া মানুষদের সমাজে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন ডা. বি আর আম্বেদকর। আজ ডঃ বি আর আম্বেদকরের তিরধান দিবস উদযাপনী অনুষ্ঠানে একথা বলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা।

আজ ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের তপশিলী জাতি বিভাগের উদ্যোগে কংগ্রেস ভবনে ডঃ বি আর আম্বেদকরের মৃত্যুবার্ষিকী উদযাপন করা হয়েছে।এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি আশিস কুমার সাহা, তপশিলি জাতি বিভাগের সভাপতি নিরঞ্জন দাস সহ অন্যান্যরা।

এদিন শ্রী সাহা বলেন, ভারতের প্রথম আইনমন্ত্রী হিসেবে কার্যভার পালন করেছিলেন ডঃ বি আর আম্বেদকর। তাঁর মৃত্যু দিনটি মহা পরিনির্বাণ দিবস হিসেবে সারা দেশে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়ে আসছে। আজও তাঁর বিভিন্ন পদক্ষেপ দেশবাসী অনুপ্রেরণার গ্রহণ করে।