বিলোনিয়া , ৬ ডিসেম্বর : জলের মোটর চালাতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বিলোনীয়া থানাধীন সাতমুরা এস সি কলোনি এলাকায় ওই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ঘটনার বিবরণে জানা গিয়েছে, বিলোনীয়া থানাধীন সাতমুরা এস সি কলোনি এলাকার বাসিন্দা সুব্রত দের স্ত্রী প্রিয়াংকা দাস দে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে। সুব্রত দে পেশায় গাড়ি চালাক।
সুব্রত জানিয়েছেন, গতকাল রাতে গাড়ি চালিয়ে সে যখন বাড়ি আসে তখন দেখতে পায় জলের মোটর চালাতে গিয়ে তাঁর স্ত্রী মৃত্যু হয়েছে। সুব্রতের বাড়িতে স্ত্রী ও তার দিব্যংগ দুইটি সন্তান থাকে। সন্তানের বয়স আট এবং পনেরো বছর। যেহেতু দিব্বাঙ্গরা কোন প্রকারে তাঁর মাকে বিদ্যুৎপৃষ্ট হওয়া থেকে রক্ষা করতে পারেনি। সুব্রত বাড়ি ফিরে তার স্ত্রীকে বিদ্যুৎস্পৃষ্ট অবস্থায় দেখতে পেয়ে খবর দিয়েছে দমকলবাহিনীকে । খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে তাঁকে উদ্ধার করে বিলোনিয়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসা মৃত বলে ঘোষণা করেন।

