BRAKING NEWS

বিরোধীদের তোপ গিরিরাজের, নির্বাচনে হারলেই তাঁরা ইভিএম নিয়ে প্রশ্ন তোলে

নয়াদিল্লি, ৫ ডিসেম্বর (হি.স.): ইভিএম নিয়ে প্রশ্ন তোলায় বিরোধীদের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা গিরিরাজ সিং। তাঁর প্রশ্ন, “হিমাচল প্রদেশ নির্বাচন অথবা তেলেঙ্গানা ভোটের সময় তাঁরা কেন ইভিএম নিয়ে প্রশ্ন তোলেননি? গিরিরাজ কটাক্ষ করে বলেছেন, নির্বাচনে হারলেই তাঁরা ইভিএম নিয়ে প্রশ্ন তোলে।

মঙ্গলবার সকালে সংসদ চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং বলেছেন, “এটা নতুন কিছু নয়। তাঁরা নির্বাচনে হেরে গেলেই (ইভিএম নিয়ে) প্রশ্ন তোলে। হিমাচল প্রদেশ নির্বাচন অথবা তেলেঙ্গানা ভোটের সময় তাঁরা কেন ইভিএম নিয়ে প্রশ্ন তোলেননি? তাঁরা জিতলে সবকিছু ঠিক থাকে, আর যখন হেরে যায় তখন

মধ্যপ্রদেশ, রাজস্থান ও ছত্তিশগড়ে বিজেপির জয়ের প্রেক্ষিতে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং দাবি করে বলেছেন, ২০২৪ সালের লোকসভা নির্বাচনেও জিতবে 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *