নিজস্ব প্রতিনিধি, লংতরাইভ্যালী, ৪ ডিসেম্বর : সামাজিক দায়িত্ব পালনে পিছিয়ে নেই লংতরাইভ্যালী মহকুমার শিববাড়ি যুবরাজ সংঘ ক্লাব। আজ গরীব দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয় ক্লাবের তরফ থেকে।
এদিনের এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মনু ছৈলেংটা কেন্দ্রের এমডিসি সঞ্জয় দাস। মোট ৮০ জন গরীব মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেন তিনি। ক্লাবের এক ধরনের উদ্যোগের ভূয়সী প্রশংসা করে সঞ্জয় দাস বলেন দুস্থ মানুষদের সহায়তায় প্রতিটা ক্লাব, এনজিও কে এগিয়ে আসার কর্তব্য।
পাশাপাশি তিনি আরো বলেন, সামাজিক দায়িত্ব পালনের পাশাপাশি ড্রাগসের মতো মারণ নেশা থেকে যুব সম্প্রদায়কে সরিয়ে আনতে সক্রিয় ভূমিকা নিতে হবে ক্লাব গুলোকেও। আজকের অনুষ্ঠানে ক্লাব সদস্য ছাড়াও উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিত্বরা।
2023-12-04