নয়াদিল্লি, ৪ ডিসেম্বর (হি.স.) : প্রধানমন্ত্রী মোদীর ম্যাজিক অব্যাহত রয়েছে এবং ফলাফল সবার সামনে। ৩ রাজ্যে বিজেপির জয়ের পর খুশি ব্যক্ত করে বললেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেত্রী মীনাক্ষী লেখি। সোমবার সংসদ চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মীনাক্ষী লেখি বলেছেন, “প্রধানমন্ত্রী মোদীর ম্যাজিক অব্যাহত আছে এবং ফলাফল সবার সামনে। তাঁরা ইনএনডিআই ইন্ডিয়া ব্লক নয়, তাঁরা ড্যাশ-ডট ব্লক। যখন নীতি এবং বিশ্বাস ঠিক থাকে না, তখন বিশ্ব তা দেখতে পায় এবং ভোটাররাও দেখতে পান।”
কেন্দ্রীয় মন্ত্রী মীনাক্ষী লেখি আরও বলেছেন, “যদি এমন কেউ থাকেন, যাকে এই জয়ের কৃতিত্ব দেওয়া যেতে পারে (ছত্তিশগড়, মধ্যপ্রদেশ এবং রাজস্থানের বিধানসভা নির্বাচনে) তবে তিনি হলেন প্রধানমন্ত্রী মোদী। গত ১০ বছরে প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে আমাদের সরকার কীভাবে কাজ করেছে তা সারা বিশ্ব দেখেছে। জনগণ এখন আমাদের (বিজেপি) মধ্যে যে বিশ্বাস রেখেছে তা প্রধানমন্ত্রী মোদীর গ্যারান্টির কারণে।”