অমরাবতী, ৪ ডিসেম্বর (হি.স.) : অন্ধ্রপ্রদেশ রাজ্যের পালনাড়ুর কারিশমা সুপার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার মাঝরাতে আগুন লাগে। আগুন নেভায় দমকলের কর্মীরা। যদিও এই অগ্নিকাণ্ডে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার পর দমকলে খবর দেওয়া হয়, দমকলের ইঞ্জিন এসে আগুন নেভানোর কাজ করে।
আগুনে সুপার মার্কেটের অনেক জিনিসপত্র ও সম্পত্তির ক্ষতি হয়েছে বলে পুলিশ জানিয়েছে। আগুনে পুড়ে সুপার মার্কেটের প্রায় ৩ কোটি টাকার সম্পত্তির ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। এর আগে অন্ধ্রপ্রদেশের নানদয়াল জেলায় অগাস্ট মাসে একটি শপিং কমপ্লেক্সে আগুন ধরে গিয়েছিল। তার ফলে প্রায় ১৫টি দোকান আগুনে পুড়ে গিয়েছিল।