নয়াদিল্লি, ৪ ডিসেম্বর (হি.স.): নৌসেনা দিবস উপলক্ষ্যে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এই দিনটিতে সাহসী নৌসেনা কর্মী ও তাঁদের পরিবারবর্গকে অভিনন্দন জানিয়েছেন। সোমবার এক সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি লেখেন, ভারতীয় নৌ-বাহিনী শৌর্য, নিষ্ঠা এবং ঘুরে দাঁড়ানোর প্রতীক। প্রতিটি ভারতীয় নাগরিক দেশের সমুদ্র পথের নিরাপত্তা রক্ষায় তাদের অসামান্য সেবা ও আত্ম নিবেদনের জন্য কৃতজ্ঞ।
নৌসেনা দিবস উপলক্ষ্যে সোমবার সকালে এক্স মাধ্যমে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, “ভারতীয় নৌবাহিনী শৌর্য, পরিশ্রম এবং সাহসিকতার প্রতীক। তাঁদের অসামান্য সেবা এবং আমাদের দেশের সামুদ্রিক নিরাপত্তা প্রদানে নিষ্ঠার জন্য প্রতিটি ভারতীয় আমাদের নৌবাহিনীর কাছে কৃতজ্ঞ।”

