আগরতলা, ৪ ডিসেম্বর: অসন্তুষ্ট বিজেপির একাংশ নেতা তলে তলে বিরোধী দলের দিকে ঝুঁকছেন। আজ প্রদেশ বিজেপি মুখ্য কার্যালয়ে এমনই এক প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা কটাক্ষের সুরে বলেন, পাঁচ বছর অন্তর অন্তর দল ত্যাগের হিড়িক পড়েই থাকে। তাঁদের প্রধান স্নায়ুতন্ত্রই ঠিক নেই। কিন্তু আমার মনে হয়, তিন রাজ্যের বিধানসভা ফলাফল দেখে তাঁরা এধরণের চিন্তাভাবনা আর সম্ভব নয় বুঝে গেছেন।
সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী বলেন, আসন্ন লোকসভা নির্বাচনের আগে তিন রাজ্যের নির্বাচনী ফলাফল অন্তত তাৎপর্যপূর্ন। কারণ, তিন রাজ্যের বিধানসভা নির্বাচনী ফলাফল থেকে স্পষ্ট জনগণ ইন্ডিয়া জোটকে প্রত্যাখাত করেছে।
তিনি বিদ্রুপের সুরে বলেন, কংগ্রেসের পাশাপাশি বাম দলকে প্রত্যাখাত করেছে জনগণ। তিন রাজ্যে বিরোধীদের ফলাফল অত্যন্ত হতাশাজনক। আশ্চর্যের বিষয় হল নির্বাচনে বামেদের ফলাফল। ছত্তিসগড়ে বামেদের প্রাপ্ত ভোটের হার ০.০৪ শতাংশ, মধ্যপ্রদেশে ০.০১ শতাংশ ও রাজস্থানে ০.৯ শতাংশ।
তাঁর কথায়, বিরোধীদের জাতপাতের রাজনীতির জবাব তিন রাজ্যের জনগণ ভোটাধিকার প্রয়োগ করে দিয়েছে। এই জয় আত্মভারত ও সুশাসনের জয়। এই বিজয় নরেন্দ্র মোদী, অমিত শাহ এবং জেপি নাড্ডার বলে দাবি করেন তিনি। পাশাপাশি তিন রাজ্যের জনগণকে ধন্যবাদ জানিয়েছেন।এদিন তিনি তিন রাজ্যের বিপুল জয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহ ও জে পি নাড্ডাকে অভিনন্দন জানিয়েছেন।
অসন্তুষ্ট বিজেপির একাংশ নেতা তলে তলে বিরোধী দলের দিকে ঝুঁকছেন সাংবাদিক সম্মেলনের এমনই এক প্রশ্নোত্তরে মুখ্যমন্ত্রীর কটাক্ষ, পাঁচ বছর অন্তর অন্তর দল ত্যাগের হিড়িক পড়েই থাকে। তাঁদের প্রধান স্নায়ুতন্ত্রই ঠিক নেই। কিন্তু আমার মনে হয়, তিন রাজ্যের বিধানসভা ফলাফল দেখে তাঁরা এধরণের চিন্তাভাবনা আর সম্ভব নয় বোঝে গেছেন।