নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৩ ডিসেম্বর : আজ বিলোনীয়া আয্যকলোনী শচীন দেববর্মন অডিটোরিয়ামের মুক্ত মঞ্চে ইংরেজি মাধ্যম নার্সারি ও প্রাইমারি স্কুল রিডবান একাডেমির ৭ম বাৎসরিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে রবিবার সন্ধ্যায়।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের বরন করে নেওয়ার পর প্রদীপ প্রজ্জলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। উদ্ভোধনী অনুষ্ঠানের পর মঞ্চে কচিকাঁচা শিশুদের দ্বারা পরিবেশিত হয় জাতীয় সংগীত, এরপর নৃত্য, গান, আবৃত্তি,এইদিনের রিডবান একাডেমির বাৎসরিক অনুষ্ঠানে শচীন দেববর্মন অডিটোরিয়াম মুক্ত মঞ্চ ছাত্র,ছাত্রী, অবিভাবক,বিশিষ্ট শিল্পী, সংস্কৃতি প্রেমীদের উপস্থিতিতে রবিবার সন্ধ্যা শচীন দেববর্মন অডিটোরিয়ামের মুক্ত মঞ্চের অনুষ্ঠান।
এইদিনের সন্ধায় এক আলাদা অনুভূতি লক্ষ্য করা যায়,অনুষ্ঠানে অতিথির আসনে ছিলেন দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি কাকলি দাস দত্ত, বিলোনীয়া পুরপরিষদের চ্যায়ারপার্সন নিখিল চন্দ্র গোপ, দক্ষিণ ত্রিপুরা জেলার পুলিশ সুপার অশোক কুমার সিনহা,বিলোনীয়া পুরপরিষদের শিক্ষা বিষয়ক স্হায়ী কমিটির সভাপতি অনুপম চক্রবর্তী, বিশিষ্ট সমাজসেবী গৌতম সরকার সহ বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকগন, রিডবান একাডেমির প্রিন্সিপাল রাকেশ দেব আলোচনা রাখতে গিয়ে বলেন অনুষ্ঠান পরিচালনায় সকলের সহযোগিতা পেয়েছি , উনি সকলের সুস্হতা কামনা করেন।
2023-12-03