জেআরসি-র সঙ্গে প্রীতি ক্রিকেট ম্যাচে সিরিজে সমতা ফেরালো গ্রামীণ ব্যাংক

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩ ডিসেম্বর।। জয়ের ধারা অব্যাহত ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের। প্রীতি ক্রিকেট ম্যাচ। জার্নালিস্ট রিক্রিয়েশন  ক্লাবের সঙ্গে। গত বছরের মতো এবারও পাঁচ উইকেটে জয় ছিনিয়ে দুই-দুই এ সিরিজে সমতা ফিরিয়ে এনেছে। এর আগের দু বছরের খেলায় জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাব জয় লাভ করেছিল। পেশাগত প্রচন্ড কর্মব্যস্ততার মাঝে ছুটির দিনে সবুজে ঘেরা ভোলাগিরি গ্রাউন্ডে অনুষ্ঠিত প্রীতি ক্রিকেট ম্যাচে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক ৫ উইকেট এর ব্যবধানে জেআরসি কে পরাজিত করেছে। জয় পরাজয় নিছক কাগজে-কলমে। প্রকৃতপক্ষে বিনোদনমূলক একদিনের শরীরচর্চা এবং মতবিনিময়ও এক্ষেত্রে উল্লেখযোগ্য বিষয়। টসে জিতে গ্রামীণ ব্যাংক প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়ে জেআরসিকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানালে তাঁরা ৮৯ রানের টার্গেট ছুঁড়ে দেয়। জবাবে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক পাঁচ উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। ‌দুর্দান্ত ব্যাটিংয়ের সৌজন্য স্বরূপ সুপ্রভ ভৌমিক সেরা ব্যাটার্স-এর পুরস্কার পান। এছাড়া, সেরা বোলার হিসেবে অতনু ধর, সেরা ফিল্ডার হিসেবে বাপন দাস পুরস্কৃত হয়েছেন। জেআরসি-র মেঘধন দেব ও অনির্বাণ দেব-এর ব্যাটিংও কিছুটা নজর কেড়েছে। জেআরসি-র পক্ষে অভিষেক দে, সুব্রত দেবনাথ, প্রসেনজিৎ সাহা, মনোজিৎ দাস, বিশ্বজিৎ দেবনাথ, অরূপ সিংহ রায়, দিব্যেন্দু দে, অভিষেক দেববর্মা, বিষ্ণুপদ বণিক এবং মিল্টন ধর ব্যাটে-বলে দারুন খেললেও ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের অতনু ও শুভদীপ এর পাশাপাশি সুকান্ত , তনুময়ের বোলিংয়ে এবং সুপ্রভ, অভিষেক ও শুভ্রাংশুর ব্যাটিং এর কাছে হার মানতে হয়েছে। খেলা শেষে এক বিশেষ অনুষ্ঠানে গ্রামীণ ব্যাংকের জেনারেল ম্যানেজার সন্তোষ কুমার রাওয়াত এবং জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাবের সভাপতি সুপ্রভাত দেবনাথ প্রমূখ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। ম্যাচ চলাকালীন সময়ে ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের সচিব সুকান্ত ঘোষ, টিজিবি-র জেনারেল ম্যানেজার শিশির কুমার প্রমূখ মাঠে উপস্থিত থেকে দু-দলের খেলোয়াড়দের উৎসাহ যুগিয়েছেন। দূরাভাসে স্পোর্টস জার্নালিস্ট ফেডারেশনের সহ সভাপতি সরযূ চক্রবর্তী ম্যাচের উদ্যোক্তাদের ভূয়ষী প্রশংসা করেন। উল্লেখ্য, দুদলের ক্যাপ্টেন অভিষেক দে এবং শুভ্রদীপ ভৌমিক সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান এবং আগামী দিনেও এই ম্যাচ জারি থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *