ত্রিপুরা- ৬৫ & ৬৮
তামিলনাড়ু-৩৭০/৭
ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২ ডিসেম্বর।। পরাজয় নিশ্চিত হয়ে গিয়েছিলো প্রথম দিনই । দেখার ছিলো কতটা লড়াই ছুড়ে দিতে পারে দ্বিতীয় দিনে। কার্যত কিছুই দেখা গেলো না। প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও চূড়ান্ত ব্যাটিং ব্যর্থতা। আর তাতেই পরাজিত হলো বড় ব্যবধানে। ত্রিপুরা পরাজিত হয় ইনিংস এবং ২৩৭ রানে। অনূর্ধ্ব-১৬ বিজয় মার্চেন্ট ট্রফি ক্রিকেটে। অসমের মঙ্গলদৈ এ অনুষ্ঠিত ৩ দিনের ম্যাচ শেষ হয় পৌনে ২ দিনেই। প্রথম দিনে শুক্রবার ত্রিপুরার ৬৫ রানের জবাবে তামিলনাড়ু ৪ উইকেট হারিয়ে ২৩৪ রান করেছিলো। শনিবার আরও ১৩৬ রান যোগ করার ফঁাকে ৩ উইকেট হারিয়ে ইনিংসের সমাপ্তি ঘোষনা করে। দুই অপরাজিত ব্যাটসম্যান ভাবিক দারিও এবং মোহিত সিং পঞ্চম উইকেটে ২৩১ বল খেলে ১৫৫ রান যোগ করে দলকে বড় স্কোর গড়াতে মূখ্য ভূমিকা নেয়। ভাবিক ১২৬ বল খেলে ১১ টি বাউন্ডারির সাহায্যে ৭৯ এবং মোহিত ১৫৭ বল খেলে ১০ টি বাউন্ডারির সাহায্যে ৯৫ রান করে। শেষ দিকে হেম চাদেশ্বন ৬২ বল খেলে ৭ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ঝড়ো ৫৬ রান করে অপরাজিত থেকে যায়। ত্রিপুরার পক্ষে নিতীশ কুমার সাহানি ৮৩ রান দিয়ে ৩ টি এবং রিয়াদ হুসেন ৮৪ রান দিয়ে ২ টি উইকেট দখল করে। ৩০৫ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে আবার ব্যাটিং বিপর্যয়ের শিকার হয় ত্রিপুরা। গুটিয়ে যায় মাত্র ৬৮ রানে, ২৯.৩ ওভার ব্যাট করে। দলের পক্ষে রিয়াদ হুসেন ৭০ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ২৪ এবং দ্বীপ দেব ১৫ বল খেলে ২ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৭ রান করে। এছাড়া অতিরিক্ত খাতে পায় ১৪ রান। ত্রিপুরার আর কোনও ব্যাটসম্যান দুই অঙ্কের রানে পা রাখতে পারেনি। তামিলনাড়ুর পক্ষে ডি দীপেশ ১১ রান দিয়ে ৪ টি, প্রণব বালাজিম ৮ রান দিয়ে এবং বি কে কিষান ৯ রান দিয়ে ২ টি উইকেট দখল করে। ৬-৮ ডিসেম্বর ত্রিপুরার দ্বিতীয় প্রতিপক্ষ ওড়িশা। মঙ্গলদৈ এ হবে ম্যাচটি। প্রথম ম্যাচে লজ্জাজনক পরাজয়ে মানসিকভাবে অনেকটাই ভেঙ্গে পড়েছে ত্রিপুরার ক্রিকেটাররা। ওই অবস্থায় ওড়িশার বিরুদ্ধে কতটা ঘুরে দাড়াতে পারবে তা-ই দেখার।