হুগলি, ২ ডিসেম্বর (হি.স.) : হুগলি জেলার শ্রীরামপুর থানার অন্তর্গত রাজ্যধরপুর গ্রাম পঞ্চায়েতের ঘোড়ামারা পশ্চিম পাড়া এলাকার বাসিন্দা এক তৃণমূল কর্মী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। নিহতের নাম পার্থ দাস (৩৮)। তিনি তৃণমূলের সক্রিয় কর্মী ছিলেন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় শ্রীরামপুর থানার পুলিশ। দেহটি হেফাজতে নিয়ে ময়নাতদন্তের জন্য শ্রীরামপুর ওয়াল হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ বিষয়টি তদন্তে ব্যস্ত।
প্রাক্তন পঞ্চায়েত সদস্য প্রদীপ কুমার দাস জানান, মৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন। তিনি এলাকায় জমির দালালি করতেন। তিনি ঋণে জর্জরিত হন। তিনি একটি সুইসাইড নোটও রেখে গেছেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।