BRAKING NEWS

৫ ম্যাচে ৩১ গোল হজম করে ঘরে ফিরছেন রাজ্যের ফুটবলাররা

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২ ডিসেম্বর।। অন্তিম ম্যাচে ১৩ গোল। আগের চার ম্যাচে ১৮ গোল। সব মিলে গ্রুপ লীগের ৫ ম্যাচে ৩১ গোল হজম করে ত্রিপুরার সিনিয়র মহিলা ফুটবলাররা ঘরে ফেরার টিকিট কাটছেন। রিটার্ন গিফট তথা প্রতিদানে একটা গোলও দেওয়ার ক্ষমতা হলো না। ‌ গ্রুপের অন্য পাঁচ দলের কাউকে।

বিধ্বস্ত ত্রিপুরা। আসরের শেষ ম্যাচে। কেরলের বিরুদ্ধে। ফলে খালি হাতে রাজ্যে ফিরছে ধোনিতা রিয়াং-‌রা। ব্যাঙ্গালুরুতে অনুষ্ঠিত জাতীয় সিনিয়র মহিলাদের ফুটবলে। ব্যাঙ্গালুরু ফুটবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ত্রিপুরা পরাজিত হয় ১৩-‌০ গোলে। প্রথমার্ধে ৫-‌০ গোলে পিছিয়ে ছিলো ত্রিপুরা। দলের একনম্বর গোল রক্ষক রিঙ্কি খাতুন চোট পেয়ে প্রথমার্ধেই মাঠ ছাড়তে দুর্বল হয়ে পড়ে রাজ্যদল। ফলে হারতে হয়েছে বড় ব্যবধানে। খেলা শেষে হতাশ ত্রিপুরার কোচ সুজিত ঘোষ ব্যাঙ্গালুরু থেকে টেলিফোনে বলেন, “খেলতেই পারেনি মেয়েরা। যোগ্য দল হিসাবেই জয় পেয়েছে কেরালা। এক ম্যাচেও জয় না পেলেও মেয়েদের অভিজ্ঞতা বেড়েছে। যা আগামী দিনে ভালো খেলতে সাহায্য করবে”। আসরে ৫ ম্যাচ খেলে সবকটি ম্যাচেই পরাজিত হয়ে রাজ্যে ফিরছে মেয়েরা।‌ প্রথম ম্যাচে কর্ণাটকের কাছে শুন্য-আট গোলে, দ্বিতীয় ম্যাচে সিকিমের কাছে শুন্য-ছয় গোলে, তৃতীয় ম্যাচে আসামের কাছে শূন্য-দুই গোলে এবং চতুর্থ ম্যাচে চন্ডিগড় এর কাছে শুন্য-দুই গোলে হারের পর অন্তিম ম্যাচে আজ, শনিবার কেরালার কাছে ০-১৩ গোলে লজ্জাকর হার হেরে ব্যর্থ মনোরথে ঘরে ফিরছেন ত্রিপুরার সিনিয়র মহিলা ফুটবল দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *