চড়িলাম, প্রতিনিধি,২ ডিসেম্বর : গাঁজা বিরোধী অভিযানে নেমে এক বিরাট সাফল্য পেল বিশালগড় থানার পুলিশ।এই অভিযানে নেতৃত্ব দিয়েছেন বিশালগড় থানার ওসি তাপস দাস। শনিবার সকাল ৯ টায় গোপন সূত্রের সংবাদের ভিত্তিতে বিশালগড় থানার ওসি তাপস দাসের নেতৃত্বে বিশালগড় থানার অন্তর্গত এডিসি এলাকার বাতাংমুড়া, রামছড়া এবং রাঙ্গামাটি এলাকায় অভিযান চালিয়ে ৪৮ কানি জায়গায় মোট ২৪ হাজার গাঁজা গাছ কেটে ধ্বংস করে দেওয়া হয়।বিশালগড় থানার পুলিশের সাথে এদিনের এই অভিযানে ছিলেন ৭১ নং বাহিনীর সিআরপিএফ জওয়ানরা,১১ নং বাহিনীর টিএসআর জওয়ানরা।
আগেও ইন্সপেক্টর তাপস দাস যখন মধুপুর থানার ওসি ছিলেন তখনও তিনি নেশার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন। বিগত সময়ে দেখা গিয়েছিল গাঁজার মরশুমে প্রায় প্রতিনিয়তই মধুপুর থানা এলাকার বিভিন্ন জায়গায় গাঁজা বিরোধী অভিযান করেছিলো যার ফলে মধুপুর থানা এলাকার গাঁজা চাষীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছিল। ঠিক একইভাবে ইন্সপেক্টর তাপস দাস বিশালগড় থানার ওসির দায়িত্ব নিয়ে নেশার বিরুদ্ধে লড়াই জারি রেখেছেন। বর্তমান সরকার যেমন রাজ্যকে নেশা মুক্ত ত্রিপুরা গড়ার পরিকল্পনা হাতে নিয়েছে ঠিক একই ভাবে বিশালগড় থানার ওসি তাপস দাস সরকারের স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করতে কোমর বেদে মাঠে নেমেছেন। এমনিতেই বিশালগড়ের একাংশ নেশা ব্যবসায়ীরা বিশালগড় থানার ওসি তাপস দাস নামটা একটা আতঙ্কের নাম বলে মনে করছে কেননা বিশালগড়ের নেশা ব্যবসায়ীরা উঠতে বসতে দুঃস্বপ্ন হিসাবে তাপস দাসকে দেখতে পাচ্ছেন। ওসি তাপস দাস জানিয়েছেন বিশালগড় থানা এলাকার আরো অনেক গাঁজা বাগানের গোপন খবর রয়েছে উনার কাছে সঠিক সময়ে সবগুলি গাঁজা বাগান পুলিশের পক্ষ থেকে ধ্বংস করা হবে। তবে শনিবারের এই গাঁজা বিরোধী অভিযানে পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা আরো বেড়েছে। কেননা বর্তমানে নেশার কড়াল গ্ৰাসে আচ্ছন্ন হয়ে ধ্বংসের দিকে ধাবিত হয়ে যাচ্ছে যুব সমাজ।এই যুবসমাজ তথা একটা সুস্থ সমাজ গড়ে তুলতে পুলিশ প্রশাসনের সাথে সাথে সমাজের সকল শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে এগিয়ে আসতে হবে।