ত্রিপুরা-১৮০ & ৪২/০
গোয়া- ২১৫
ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২ ডিসেম্বর।। বোলাররা ম্যাচে ফেরালো ত্রিপুরাকে। এখন দেখার ব্যাটসম্যান-রা কতটা লড়াই করে ত্রিপুরাকে চালকের আসনে নিয়ে যেতে পারে। ম্যাচ থেকে ফলাফল নিশ্চিত। রবিবার ম্যাচের তৃতীয় দিনে ব্যাটসম্যান-রা যদি উইকেটে টিকে থাকার মানসিকতা দেখাতে পারে তাহলে ম্যাচের ভাগ্য ত্রিপুরার দিকে ঘুরতে পারে। নতুবা পরাজয়ের হ্যাটট্রিক করবে ত্রিপুরা। দ্বিতীয় দিনের শেষে ত্রিপুরা আপাতত এগিয়ে ৭ রানে। ত্রিপুরার ১৮০ রানের জবাবে গোয়া প্রথম ইনিংসে ২১৫ রান করে। ৩৫ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দিন শেষে ত্রিপুরা কোনও উইকেট না হারিয়ে ৪২ রান করতে সক্ষম হয়। অনূর্ধ্ব-১৯ কোচ বিহার ট্রফি ক্রিকেটে। পানজিম জিমখানা ক্রিকেট মাঠে প্রথম দিনের ১ উইকেটে ২১ রান নিয়ে খেলতে নেমে শনিবার দিনের শুরু থেকেই ত্রিপুরার বোলারদের সাড়াশি আক্রমণে দিশেহারা হয়ে পড়ে স্বাগতিক গোয়া। মিডল অর্ডারে দিশাঙ্ক মিশকুইন যদি প্রতিরোধ গড়ে না তুলতেন তাহলে গোয়া প্রথম ইনিংসে লিড নিতে পারতো না। দিশাঙ্ক ১৪৩ বল খেলে ৮ টি বাউন্ডারির সাহায্যে ৫০ রান করেন। এছাড়া দলের পক্ষে ভির যাদব ৭৯ বল খেলে ৬ টি বাউন্ডারির সাহায্যে ৪০, চিত্তম জীবনকুমার ৫০ বল খেলে ৬ টি বাউন্ডারির সাহায্যে ৩২ এবং ইয়াশ কাসভানকর ৯৭ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ২৯ রান করেন। দলের আর কোনও ব্যাটসম্যান রুখে দাড়াতে পারেননি। গোয়া ৯১.২ ওভার ব্যাট করে সবকটি উইকেট হারিয়ে ২১৫ রান করে। ত্রিপুরার পক্ষে অর্কজিৎ রায় ৭৮ রান দিয়ে ৩ টি, সম্রাট বিশ্বাস ৩১ রান দিয়ে এবং অভিক পাল ৩৮ রান দিয়ে ২ টি উইকেট দখল করেন। ৩৫ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ত্রিপুরা দ্বিতীয দিনের শেষে ৮ ওভার ব্যাট করে কোনও উইকেট না হারিয়ে ৪২ রান করে। দ্বীপজয় দেব ২৭ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ২২ এবং দেবাংশু দত্ত ২১ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৬ রানে অপরাজিত থেকে যায়। দুই অপরাজিত ব্যাটসম্যানকে রবিবার তৃতীয় দিনে দায়িত্ব নিয়ে খেলতে হবে। কমকরে ২০০ রানের লিড নিতে না পারলে জয় পাওয়া কঠিন হয়ে যাবে ত্রিপুরার। ফলে ত্রিপুরার ব্যাটসম্যানদের আজ অগ্নিপরীক্ষা।

