রেপিড রাজ্য দাবা প্রতিযোগিতার এন্ট্রি আহ্বান, বার্ষিক পুরস্কার বিতরণী ১০ই

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২ ডিসেম্বর।। আগামী ১০ ডিসেম্বর রাজ্য দাবা সংস্থার বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ২০২৩-২৪ সালে সংস্থা আয়োজিত সবকটি প্রতিযোগিতার পুরস্কার এ দিন দেওয়া হবে। এন এস আর সি সি-র চেস হল-এ ওইদিন এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে। উল্লেখ্য, বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের পাশাপাশি দুই দিনব্যাপী রাজ্যভিত্তিক প্রাইজমানি রেপিড দাবা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ৯ ও ১০ ডিসেম্বর আয়োজিত এই প্রতিযোগিতায় অংশ নিতে ইচ্ছুক দাবারুদের নির্দিষ্ট এন্ট্রি ফি সহ রাজ্য দাবা সংস্থার অফিস গৃহে নাম জমা দেওয়ার জন্য বলা হচ্ছে। নাম জমা দিতে হবে ৭ ডিসেম্বরের মধ্যে। জেলা থেকে আগত দাবারুদের এনএসআরসিসি-তে থাকার ব্যবস্থা করা হবে। বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এশিয়ান দাবা ফেডারেশনের ডেপুটি প্রেসিডেন্ট ভগৎ সিং চৌহান উপস্থিত থাকবেন। এবছর সিনিয়র ম্যান, সিনিয়র ওমেন, অনূর্ধ্ব ৭ থেকে অনূর্ধ্ব ১৯ পর্যন্ত বয়স ভিত্তিক ৯টি ক্যাটাগরিতে মোট ১১০ জন খেলোয়াড় কে পুরস্কৃত করা হবে। সারাবছর যেভাবে রেকর্ড সংখ্যক খেলোয়াড় প্রতিযোগিতাগুলোতে শামিল হয়েছে, সেভাবেই বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান ও রেপিড দাবায় অংশগ্রহণ করার জন্য সংস্থা থেকে আহ্বান জানানো হয়েছে। অল ত্রিপুরা চেস এসোসিয়েশনের অর্গানাইজিং সেক্রেটারি এক বিবৃতিতে সংশ্লিষ্ট সকলকে আমন্ত্রণ জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *