BRAKING NEWS

তরুণীকে গুলি, গ্রেফতার অভিযুক্ত যুবক

ক্যানিং, ১ ডিসেম্বর (হি. স.) : এক তরুণীকে গুলি করে খুনের চেষ্টার অভিযোগ উঠল তার প্রেমিকের বিরুদ্ধে। বৃহস্পতিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে ক্যানিংয়ের মিঠাখালি গ্রামে। ঘটনায় গুরুতর জখম হয়ে বর্তমানে কলকাতার একটি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন ময়না ঢালি নামে বছর চব্বিশের ওই তরুণী। অন্যদিকে এই ঘটনায় অভিযুক্ত ভোলা প্রসাদ নামে এক যুবককে গ্রেফতার করেছে ক্যানিং থানার পুলিশ। ধৃতকে শুক্রবার আলিপুর আদালতে তোলা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, দীর্ঘদিন ধরেই ওই তরুণীর সাথে প্রেম ভালোবাসার সম্পর্ক রয়েছে ভোলার। কিন্তু ঐ তরুণীর একাধিক সম্পর্ক রয়েছে সন্দেহ করেই তাকে গুলি করে খুনের চেষ্টা করেছে অভিযুক্ত যুবক, দাবি স্থানীয়দের। বৃহস্পতিবার রাতে মিঠাখালিতে ভোলার বাড়িতে মদ্যপানের আসর বসেছিল বলে দাবি পুলিশের। এই দুজন ছাড়াও সেখানে আরও অন্তত তিনজন ছিল বলে পুলিশের প্রাথমিক অনুমান। সেখানেই ময়নার সাথে বিবাদে জড়িয়ে পড়ে ভোলা। আচমকা বন্দুক বের করে গুলি চালায় ময়নাকে লক্ষ্য করে। গুলি লাগে তরুণীর পেটে। তড়িঘড়ি তাকে উদ্ধার করে বাকিরা ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হওয়ায় তাকে কলকাতার ন্যাশানাল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

এদিকে ধৃতকে ১০ দিনের পুলিশ হেফাজত চেয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ। এসডিপিও ক্যানিং দিবাকর দাস বলেন, “ সঠিক কি কারণে ঐ যুবক গুলি চালালো, বন্দুক কোথা ঠেকে পেল সে ঐ তরুণীর সাথে সঠিক কি সম্পর্ক রয়েছে তার এ সব বিষয়ে তদন্ত শুরু হয়েছে। ধৃতকে পুলিশ হেফাজতে নিয়ে এই ঘটনার আরও তদন্ত করা হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *