২ ডিসেম্বর সোমনাথ মন্দিরে পুজো দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

নয়াদিল্লি, ১ ডিসেম্বর (হি.স.) : ২ ডিসেম্বর সোমনাথ মন্দিরে পুজো দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একদিনের সফরে গুজরাটে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সফরে থাকাকালীন তিনি সোমনাথ মন্দির পরিদর্শন করবেন। এছাড়াও তিনি আহমেদাবাদ ও জুনাগড়ে আয়োজিত কর্মসূচিতে অংশ নেবেন।

শুক্রবার সরকারের একজন মুখপাত্র জানিয়েছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একদিনের সফরে গুজরাটে যাচ্ছেন। ২ ডিসেম্বর সকাল ১০টা নাগাদ তিনি সোমনাথ মন্দিরে গিয়ে পুজো দেবেন। এরপর সকাল ১১টায় তিনি জুনাগড়ের প্রকৃতি ধামে আয়োজিত রূপায়ন ট্রাস্টের জন্মশতবার্ষিকী অনুষ্ঠানে অংশ নেবেন। শাহ বিকাল ৩টায় সায়েন্স সিটি, আহমেদাবাদে আয়োজিত মাটি আর্ট মহোৎসবের অনুষ্ঠানে যোগ দেবেন।