বিজয় মার্চেন্ট ট্রফি শুরুতেই তামিলনাড়ুর কাছে ইনিংস হারের সম্মুখীন ত্রিপুরা

ত্রিপুরা-‌৬৫

তামিলনাড়ু-‌২৪৩/‌৪

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১ ডিসেম্বর।। ট্র্যাডিশন বজায় রাখলো ছোট ভাই-‌রা। ব্যাটিং ব্যর্থতার। আর তাতে প্রথম দিনেই পরাজয়ের কবর খুড়ে নিলো আফতাব চৌধুরি-‌রা। অনূর্ধ্ব-‌১৬ বিজয় মার্চেন্ট ট্রফি ক্রিকেটে। আসামের মঙ্গলদৈ স্পোর্টস অ্যাসোসিয়েশন মাঠে প্রথম দিনের শেষে তামিলনাড়ু এগিয়ে রয়েছে ১৭৮ রানে। ত্রিপুরার গড়া মাত্র ৬৫ রানের জবাবে প্রথম দিনের শেষে তামিলনাড়ু ৪ উইকেট হারিয়ে ২৪৩ রান করে। তামিলনাড়ুর লক্ষ্য থাকবে দ্বিতীয় দিনে দ্রুত রান তোলে ত্রিপুরাকে আবার ব্যাট করতে পাঠানো এবং দ্বিতীয় দিনেই ম্যাচের সমাপ্তি ঘটানো। শুক্রবার সকালে টসে জয়লাভ করে তামিলনাড়ুর অধিনায়ক ত্রিপুরাকে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানায়। হেমচুদেশান জে এবং ডি দীপাসের দুরন্ত বোলিংয়ে তাসের ঘরের মতো ভেঙ্গে যায় ত্রিপুরার ইনিংস। ওই দুই বোলারের সামনে ত্রিপুরার কোনও ব্যাটসম্যান-‌ই ২২ গজে মাথা তুলে দাড়াতে পারেনি। ত্রিপুরা ব্যাট করে মাত্র ৩১ ওভার। রাজ্যদলের পক্ষে আফতাব চৌধুরি একমাত্র দুই অঙ্কের রানে পা রাখতে সক্ষম হয়। আফতাব ১৬ বল খেলে ২ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৫ রান করে। তামিলনাড়ুর পক্ষে হেমচুদেশান জে ২১ রান দিয়ে ৪ টি এবং ডি দীপাস ৯ রানে ৩ টি উইকেট দখল করে। জবাবে খেলতে নেমে প্রথম দিনের শেষে ৫৯ ওভার ব্যাট করে ৪ উইকেট হারিয়ে তামিলনাড়ু ২৪৩ রান করে। দলের পক্ষে ভাবিক দারিও ১০৩ বল খেলে ১১ টি বাউন্ডারির সাহায্যে ৭২ রানে এবং মোহিত সিং ৮৯ বল খেলে ৬ টি বাউন্ডারির সাহায্যে ৫৯ রানে অপরাজিত থেকে যায়। এছাড়া দলের পক্ষে মহম্মদ ফাহিম কে ৮৭ বল খেলে ৭ টি বাউন্ডারির সাহায্যে ৪৪, শোহন পুষ্পরাজ ৩০ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ২৫ এবং সৌম্যদ্বীপ অরবিন্দ মান্না ৪২ বল খেলে ২ টি বাউন্ডারির ২৫ রান করে। ত্রিপুরার পক্ষে নীতিশ কুমার সাহানি  ৫৮ রান দিয়ে ৩ টি উইকেট দখল করে। দ্বিতীয় দিনে ত্রিপুরার ব্যাটসম্যান-‌রা ২২ গজে কতটা প্রতিরোধ গড়ে তুলতে পারে তার উপরই নির্ভর করবে ম্যাচের ফলাফল।